সড়ক দুর্ঘটনায় কলম্বিয়ার তারকা ফুটবলার ও সাবেক অধিনায়ক ফ্রেডি রিনকন মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় দেশটির কালি শহরের ইমবানাসো ক্লিনিকের স্থানীয় একটি হ্যাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মৃত্যুর সঙ্গে তিনদিন লড়াই করে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিয়াল মাদ্রিদের সাবেক এই কিংবদন্তি ফুটবলার।
সোমবার কলম্বিয়ার পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামের কাছাকাছি রিনকনের গাড়ির সঙ্গে একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলন রিনকন। জরুরী অবস্থায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
জানা যায়, দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন রিনকন। সময়ের সাথে সাথে পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। তার অবস্থা এমনই ছিল যে অপারেশন করাটাও ঝুকিপূর্ন হয়ে উঠেছিল। আঘাতে রিনকনের মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণই তার মৃত্যুর কারণ।
দুর্ঘটনায় রিনকন ছাড়াও আরও কয়েকজন আহত হয়েছিলেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এই দুর্ঘটনার কারন হিসেবে বাসের আন্ত্রিক ত্রুটিকে দায়ী করেছে কলম্বিয়ার সড়ক পরিবহণ সংস্থা। গাড়িটি কে চালিয়েছিল তা চিহ্নিত করতে কাজ করেছে তারা।
ফ্রেডি রিনকন কলম্বিয়ান জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপেও অংশগ্রহণ করেছেন। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপ, ১৯৯৪ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১৯৯৮ সালের ফ্রান্সে অনুষ্ঠিত আসরে কলম্বিয়ার হয়ে খেলেছিলেন তিনি। এছাড়া ক্যারিয়ারে খেলেছেন পালমেইরাস ও করিন্থিয়ান্স ক্লাবের হয়ে। সূত্র: দ্যা গার্ডিয়ান
বিডি প্রতিদিন/আরাফাত