আইপিএলের ২৪তম ম্যাচে বৃহস্পতিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয় গুজরাট টাইটান্স ও রাজস্থান রয়্যালস।
টস হেরে প্রথমে ব্যাট করে হার্দিক পান্ডিয়ার দল চার উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। হার্দিক ৫২ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। আর গুজরাট ইনিংসের শেষ ওভারের শেষ বলে এমন এক ঘটনা তিনি ঘটালেন, যার জন্য হার্দিক মন জয়ে করে নিলেন ফ্যানদের।
গুজরাট ইনিংসের শেষ ওভারের শেষ বলে রাজস্থানের পেসার প্রসিদ্ধ কৃষ্ণা অফস্টাম্পের বাইরে ফুলটস করেন হার্দিককে। অলরাউন্ডার চেষ্টা করেছিলেন বল মাঠের বাইরে পাঠাতে। কিন্তু ব্যাটের কানায় লেগে থার্ড ম্যান বাউন্ডারিতে বল আগুনের বেগে চলে যায়। উইকেটকিপার সাঞ্জু স্যামসন ডাইভ দিয়েও নাগাল পাননি বলের। এই চার হজম করার পর কৃষ্ণা হতাশ হয়ে পড়েন। কিন্তু হার্দিক হাসি মুখে তার কাছে ক্ষমা চেয়ে নেন এবং সেই বলের প্রশংসা করেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
বিডি প্রতিদিন/কালাম