সাবেক পাকিস্তান অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার মঈন খান দল নির্বাচনে পক্ষপাতিত্ব এড়াতে বর্তমান অধিনায়ক বাবর আজমকে পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে ৫০ বছর বয়সী মঈন খান বলেন, দল নির্বাচনে একদমই আপস করা উচিত হবে না বাবরের।
তিনি আরও বলেন, অধিনায়কত্বে তার লক্ষ্য থাকতে হবে। অধিনায়ক হিসেবে তার নির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে। দল নির্বাচনে বাবরকে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত নিতে বাবরকে আমি পরামর্শ দিব। যেন সে কেবল তার কাছের মানুষদের পক্ষে না যায়। দল নির্বাচনে তার কখনও আপস করা উচিত হবে না এবং তার সিদ্ধান্ত নিয়ে নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
পাকিস্তানের এক সময়ের অন্যতম নির্ভরযোগ্য সাবেক উইকেটকিপারের বিশ্বাস, বাবর পাকিস্তানের হয়ে সব রেকর্ড ভাঙতে পারবেন। বাবর যদি তার ভালো ফর্ম বজায় রাখতে পারে, তাহলে বিশ্বের সেরা খেলোয়াড় হবে। পাকিস্তানের সব রেকর্ড ভাঙার সম্ভাবনা তার মধ্যে রয়েছে।
সূত্র- ক্রিকেটপাকিস্তান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ