বার্সেলোনার নিজেদের মাঠ কিন্তু গর্জন দেখাল ফ্রাঙ্কফুর্টের সমর্থকরা। গোটা ম্যাচ জুড়েই ক্যাম্প ন্যু'তে নিজ দলকে দারুণভাবে সমর্থন জুগিয়ে গেছে জার্মানি থেকে আসা ২০ হাজারের অধিক সমর্থক। নিজের মাঠে খেলা, অথচ সেটাই যেন হয়ে উঠে প্রতিপক্ষের ডেরা। ফ্রাঙ্কফুর্টের সমর্থকদের গর্জনে কাম্প ন্যু বার্সেলোনার জন্য হয়ে উঠে একরকম বিভীষিকা।
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের মতে, তার দলের পরাজয়ে দর্শক সমর্থনের প্রভাব কিছুটা হলেও থাকতে পারে। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এই ঘটনায় ভীষণ ক্ষুব্ধ। প্রতিপক্ষের এত দর্শক কীভাবে মাঠে প্রবেশ করতে পারল, তা বুঝেই উঠতে পারছেন না তিনি।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর বৃহস্পতিবার এই ম্যাচ হেরে ইউরোপা লিগ থেকেও ছিটকে পড়ে বার্সেলোনা। ম্যাচের পর বার্সেলোনা কোচ জাভি বলেন, দর্শক সমর্থনের এই ব্যাপারটি কিছুটা হলেও তাদের খেলায় প্রভাব রাখতে পারে। মূল দায় অবশ্য তিনি মাঠের ফুটবলকেই দিচ্ছেন।
“আমি ছেলেদের বোঝানোর চেষ্টা করেছি যে, মাঠে যা হচ্ছে, সেটিই গুরুত্বপূর্ণ। তবে বাস্তবতা হচ্ছে, ব্যাপারটি আমাদের প্রভাবিত করতে পারে। এটা স্পষ্টই।”
“আমরা চেষ্টা করেছি খেলায় মন দিতে এবং সেখানে আমরা ভালো ছিলাম না। অনেক কারণই থাকতে পারে তাতে, এখানে অজুহাত নেই। এটা (দর্শক সমর্থন) অবশ্যই আমাদের সহায়তা করেনি। তবে মাঠে আমরা ভালো ছিলাম না, পরিপূর্ণ ফুটবল খেলতে পারিনি।”
বার্সেলোনা সভাপতি ম্যাচের পর বার্সা টিভিতে রাখঢাক না রেখেই জানান তার ক্ষোভের কথা।
“সত্যি বলতে আজকে যা হয়েছে, আমাকে তা বিব্রত ও লজ্জিত করেছে। অন্য দলের অনেক সমর্থক ছিল, আমাদের ততটা নয়। যা হয়েছে আজ, তাতে আমি খুবই দুঃখিত। কিছু কিছু পরিস্থিতি আমরা এড়াতে পারি, তবে এখন থেকে আমাদের আরও কড়াকড়ি করতে হবে। এসব হতে দিতে পারি না আমরা।”
বিডি প্রতিদিন/ ওয়াসিফ