২০ মে, ২০২২ ১১:০৭

টাইগার শিবিরে ধাক্কা; এক ম্যাচ খেলেই আবার ছিটকে গেলেন নাঈম

অনলাইন ডেস্ক

টাইগার শিবিরে ধাক্কা; এক ম্যাচ খেলেই আবার ছিটকে গেলেন নাঈম

দুই দলের দাপুটে লড়াইয়ের পর শেষ পর্যন্ত নিষ্প্রাণ ড্রয়েই শেষ হয়েছে চট্টগ্রাম টেস্ট। বৃহস্পতিবার পঞ্চম দিনের শেষ সেশনে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এরপর ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক। চট্টগ্রাম টেস্টে প্রথম টেস্টে দারুণ ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন লঙ্কান মিডল অর্ডার ব্যাটার অ্যাঞ্জেল ম্যাথিউস। মোস্ট ভেল্যুয়েবল ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের স্পিনার নাঈম হাসান। 

মূলত মেহেদী হাসান মিরাজের চোট নাঈম হাসানকে ১৫ মাস পর জাতীয় দলে ফেরার সুযোগ করে দিয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেই চট্টগ্রাম টেস্টে নিজের জহর দেখিয়েছেন এই অফ স্পিনার। প্রথম ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ ছয় উইকেট নিয়েছিলেন। তবে এক ম্যাচ খেলেই আবারও দল থেকে ছিটকে পড়লেন তিনি।

চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পেয়েছেন নাঈম। চোট নিয়েই বোলিং চালিয়ে যান তিনি। বৃহস্পতিবার ম্যাচ শেষে এক্স-রে করানোর পর জানা গেছে, নাঈমের আঙুল ভেঙে গেছে। এজন্য ঢাকা টেস্টের দল থেকে ছিটকে গিয়েছেন ২২ বছর বয়সী এই স্পিনার। নাঈমের বদলি হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। ঘোষিত দলে তেমন কোনো চমক না থাকলেও চোটের কারণে বাদ পড়েছিলেন পেসার শরিফুল ইসলাম।

আগামী ২৩ মে থেকে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজের দুটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর