মারাত্মক বোলিং আক্রমণ ও কয়েকজন মানসম্মত ফিনিশার নিয়ে ফাইনালে চোখ রেখে প্রথম কোয়ালিফায়ারে নামছে আইপিএলে অভিষিক্ত গুজরাট টাইটান্স। তাদের প্রতিপক্ষ স্পিনে শক্তিশালী সাবেক চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস।
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে দুই দল, বিজয়ী দল সরাসরি যাবে ফাইনালে।
লিগ পর্বে একই প্রতিপক্ষকে গুজরাট ৩৭ রানে হারায়। কিন্তু উদ্বোধনী আসরের চ্যাম্পিয়নদের আছে ভারী স্পিন আক্রমণভাগ। রবিচন্দ্রন অশ্বিনের অভিজ্ঞ স্পিন কাজে লাগিয়ে চমকে দিতে পারে লিগের গুজরাটকে।
তাছাড়া শেষ পাঁচ ম্যাচে তিনটি হার গুজরাটকে মাটিতে নামিয়েছে। এর মধ্যে সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ৮ উইকেটে হার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ