আহমেদাবাদে আইপিএল ফাইনালে মুখোমুখি হয়েছে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। আজ রবিবার হায়দরাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস হার্ডিক পান্ডিয়ার বোলিং তোপে পড়ে ৯ উইকেটে মাত্র ১৩০ রান তুলেছে। শিরোপা জিততে আসরের নতুন দল গুজরাট টাইটান্সের দরকার মাত্র ১৩১ রান।
ফাইনালে এসেও একই ধরনের পারফরম্যান্স প্রদর্শন করছে গুজরাট। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। কিন্তু ব্যাট করতে নেমে গুজরাটের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ১৩০ রানে থমকে যেতে হয়েছে রাজস্থানকে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য মাত্র ১৩১ রানের লক্ষ্য ব্যাট করছে গুজরাট টাইটান্স।
বিডি-প্রতিদিন/শফিক