রংপুর শিশু নিকেতন মাত্র ১০২ রানে গুটিয়ে যায়। তবে আত্মবিশ্বাসের জোরেই ছোট পুঁজিতে মেহেরপুর সরকারি উচ্চবিদ্যালয়কে হারিয়ে দিয়েছে রংপুরের দামাল ছেলেরা।
মেহেরপুর মাত্র ৪৩ রানে গুটিয়ে গেছে, রংপুর পেয়েছে ৫৯ রানের বড় জয়। শিরোপাটাও তাই গেছে রংপুরের ঘরে।
চ্যাম্পিয়ন অধিনায়ক শাইখের হাতেই উঠেছে ফাইনালের ম্যাচসেরার পুরস্কার। শুধু তাই নয়, ৩৩ উইকেট নিয়ে শাইখ টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছে।
২০০–এর কাছাকাছি রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে শাইখ। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ৩৮৩ রান করা বাড্ডা আলাতুন্নেছা হাইস্কুলের মিশকাত মাহিন।
ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক হাবিবুল বাশার, সাবেক পেসার ও ইয়ুথ ক্রিকেটের নির্বাচক হাসিবুল হোসেন।
বিডি প্রতিদিন/নাজমুল