দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন এনামুল হক বিজয়। সাড়ে ছয় বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন তিনি। কিন্তু দলে ফিরে নিজেকে রাঙাতে পারলেন না এনামুল। ১০ বলে ১৬ রান করে এলবিডব্লিউ’র শিকার হয়েছেন। দলীয় তিন ওভার তিন বলের মাথায় আউট হন তিনি।
এর আগে, প্রথম ওভারেই আউট হন মুনিম শাহরিয়ার। ৩ বল খেলে দুই রান করেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ ওভারে ৪৬ রানে দুই উইকেট হারিয়েছে টাইগাররা। সাকিব ১৯ রান আর লিটন দাস ৮ রানে মাঠে আছেন।
শনিবার রাত সাড়ে ১১টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই খেলার টস হতে দেরি হয়েছি। ফলে খেলা মাঠে গড়ায় রাত ১টা ১৫ মিনিটে। তবে খেলা চার ওভার কমিয়ে ১৬ ওভার করা হয়েছে।
এই ম্যাচ দিয়েই ৫ বছর পর ডমিনিকার উইন্ডসর পার্কে মাঠে গড়ালো আন্তর্জাতিক ক্রিকেট। ২০১৭ সালের প্রলয়ঙ্করী হারিকেন মায়ার কারণে উইন্ডসর পার্ক পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। দীর্ঘদিন পর আবারও সেই স্টেডিয়ামকে খেলার উপযুক্ত করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই