ফরাসি ক্লাব পিএসজিতে আর থাকছেন না কোচ মাওরোজিও পচেত্তিনো। আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি।
১৮ মাস পিএসজির কোচের দায়িত্ব পালন করেছেন পচেত্তিনো, সামলেছেন মেসি নেইমার, এমবাপ্পের মতো তারকাদের।
তবে চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় আসরগুলোতে সুবিধা করতে না পারায় বেশ কয়েকবার গুঞ্জন উঠেছিল পিএসজিতে থাকছেন না পচেত্তিনো।
আর্জেন্টাইন পচেত্তিনোর জায়গায় ক্রিস্টোফার গালতিয়ের পিএসজির দায়িত্ব নিতে পারেন বলে শোনা যাচ্ছে।
২০১৯ সালের শেষ দিকে টটেনহ্যাম থেকে বরখাস্ত হওয়ার পর পচেত্তিনোকে গত বছরের জানুয়ারিতে পিএসজির কোচ নিযুক্ত করা হয়েছিল।
বিডি প্রতিদি/নাজমুল