দীর্ঘ সময় পর উইন্ডিজ সফরে জাতীয় দলে জায়গা আদায় করে নেন এনামুল হক বিজয়। তাকে টেস্ট এবং টি-টোয়েন্টিতে খেলানো হয়। বলার মতো কিছু করতে পারেননি। তবে সবাই ধরেই নিয়েছিল, ডিপিএল যেহেতু ওয়ানডে ফরম্যাটের, তাই ৫০ ওভারের সিরিজে সুযোগ হবে বিজয়ের। কিন্তু প্রথম ওয়ানডেতে তার বদলে দলে ফেরানো হলো নাজমুল হোসেন শান্তকে।
বাজে পারফরম্যান্সের কারণে শান্ত ওয়ানডে দল থেকে বাদ পড়েছিলেন। এই ম্যাচ দিয়ে দেড় বছর পর তার ওয়ানডেতে প্রত্যাবর্তন ঘটল। তিন নম্বরে নেমে শান্ত করেছেন ৪৬ বলে ৩৭ রান। এনামুল থাকলেও তিন নম্বরেই ব্যাট করতেন। তবে তার বদলে শান্তকে দলে নেওয়া সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অধিনায়ক তামিম ইকবাল, 'আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি এই কারণে যে…দেখুন, এনামুল বিজয় অবশ্যই দারুণ একটি ঘরোয়া মৌসুম কাটিয়েছে। মাত্র দলে এসেছে। '
তামিম যুক্তি দেখিয়ে বলেন, 'আজকে যদি শান্তর জায়গায় বিজয়কে নিতাম, তাহলে শান্ত যে গত তিন সিরিজ ধরে ছিল, ওই নির্বাচনটা ছিল ভুল। শান্তকে কেন তিন সিরিজ ধরে নিয়ে আসছি? যখনই সুযোগ আসবে, শান্তরই এগিয়ে থাকার কথা বিজয়ের চেয়ে। অধিনায়ক হিসেবে আমি এটাই করতে চাই, দল নির্বাচন এভাবে করতে চাই। একটা ছেলেকে ক্যারি করছি, মাঝখান থেকে আরেকজন এলো, তাকে চট করে খেলিয়ে দিলাম, আমি এভাবে ভাবি না। তাই আমার মনে হয় আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ