২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে গেছে। দলগুলো বিভিন্ন সিরিজ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট কোন দল সে বিষয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
পাকিস্তানের টি-টোয়েন্টি ট্রফিজয়ী সাবেক এ অধিনায়কের মতে, এবার ভারতই টি-টোয়েন্টি জেতার দাবিদার। তাদের পারফরম্যান্স অসাধারণ। ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সিরিজ জয়ের পর এক টুইটে আফ্রিদি এ কথা বলেন।
আফ্রিদি টুইটে লেখেন, ইংল্যান্ডের বিপক্ষে অসাধারণ খেলেছে ভারত। বিশেষ করে তাদের বোলিং ছিল চোখ ধাঁধানো। তারা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট দল।
প্রসঙ্গত ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে জিতেছে। ট্রেন্ড ব্রিজে সবশেষ ম্যাচটি তারা ১৭ রানে জিতেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ