ইংল্যান্ডের বিপক্ষে রাজকীয় জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে ভারত। ১০ উইকেটের বিশাল জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল রোহিত শর্মার দল।
মঙ্গলবার টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়ে তাদের অল্প রানে বেঁধে ফেলার কাজটা করে ফেলেছেন জশপ্রীত বুমরাহ। ১৯ রান দিয়ে ছয় উইকেট তুলে নেন তিনি। তার পাশাপাশি দুই পেসার মহম্মদ শামি তিনটি ও প্রসিদ্ধ কৃষ্ণ একটি উইকেট নেন।
একের পর এক উইকেট খুইয়ে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের হয়ে জস বাটলার সর্বোচ্চ ৩০ রান করেন। ভারতের বিরুদ্ধে ওয়ানডে ম্যাচে এটাই ইংল্যান্ডের সর্বনিম্ন রান।
জবাবে ব্যাট করতে নেমে দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান মিলে কোনো উইকেট পড়তে দেননি। অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটি গড়েই মাত্র ১৮.৪ ওভারে ভারতকে জয় এনে দেন তারা।
৫৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। তার সঙ্গে শিখর ধাওয়ান ছিলেন পুরোপুরি শান্ত এক ব্যাটার। ৫৪ বল খেলে তিনি করলেন মাত্র ৩১ রান।
চোটের কারণে এদিন মাঠের বাইরেই ছিলেন বিরাট কোহলি। দীর্ঘদিন রানে নেই তিনি। এমন অবস্থায় ফের রোহিত শর্মার পুরনো ফর্ম নিঃসন্দেহে স্বস্তি দিচ্ছে ভারতীয় শিবিরকে।
বিডি প্রতিদিন/এমআই