ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন নাসুম। তবে ৮ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৬ রান দিয়েও কোনো উইকেটের দেখা পান সেদিন। বুধবার দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও ‘ভয়ংকর’ হয়ে উঠেছেন তিনি।
নাসুমের ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছেন ক্যারিবীয়রা। তাদের প্রথম চার উইকেটের তিনটিই নিয়েছেন তিনি। শামার ব্রুকসকে বোল্ড করে নিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম উইকেটের দেখা পান নাসুম।
উইকেটের খাতাটা যখন খুললেন নাসুম, তখন রীতিমতো অপ্রতিরোধ্যই হয়ে উঠলেন। প্রথম উইকেট নেওয়ার পর সম্ভাব্য বিপজ্জনক ব্যাটার শাই হোপ এবং ক্যারিবীয় অধিনায়ক নিকোলাস পুরানকেও আউট করেন এ বাঁহাতি স্পিনার। শেষ দুটো আবার একই ওভারে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ৬০ রান। কাইল মায়ার্স ১৭ ও ব্রুকস আউট হয়েছেন ৫ রান করে। ডানহাতি ওপেনার শাই হোপ করেছেন ১৮ রান। আর পুরান শূন্য রানে আউট হয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই