ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে ভারত। সেই দলে জায়গা হয়নি বিরাট কোহলির। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলে অন্যান্য সিনিয়ররা থাকলেও বিশ্রামে পাঠানো হয়েছে শুধু বিরাট কোহলি ও জশপ্রীত বুমরাহকে।
তবে দলে ফিরেছেন রবিচন্দ্রন অশ্বিন। দীর্ঘদিন বাদে চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে কে এল রাহুলের। যদিও রাহুলের ফেরাটা নির্ভর করছে ফিটনেসের উপর। ফিটনেসের শর্তে দলে রাখা হয়েছে কুলদীপ যাদবকেও। এই দু’জনকেই সময়মতো ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে।
যে দু’জন সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে, তাদের মধ্যে বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলেছেন। মনে করা হচ্ছে, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচই খেলবেন তিনি। কোহলি টেস্টে খেললেও প্রথম ওয়ানডেতে চোটের জন্য খেলতে পারেননি। তবে দ্বিতীয় ওয়ানডেতে খেললেও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। সম্প্রতি অন্যান্য সিনিয়রদের তুলনায় তিনি অনেক কম ম্যাচ খেলেছেন। তা সত্ত্বেও তার বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিডি প্রতিদিন/এমআই