ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি খারাপ ফর্মের কারণে প্রতিনিয়ত সমালোচকদের নিশানায় রয়েছেন। তবে তার এই কঠিন সময়ে পাশে দাঁড়িয়ে টুইট করেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেই টুইটটিই কার্যত হইচই ফেলে দেয় ক্রিকেটমহলে।
ভারতীয় তারকাকে খারাপ সময় কাটিয়ে ওঠার সাহস জোগাচ্ছেন, এই বিষয়টাই তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে উদ্ভূত পরিস্থিতিতে।
শুক্রবার রাতে টুইটারে কোহলির সঙ্গে নিজের ছবি (গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় তোলা হয়েছিল) পোস্ট করে পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক লিখলেন, “এটাও (খারাপ সময়) কেটে যাবে। মনোবল বজায় রাখো।”
কোহলি অবশ্য প্রতি সৌজন্য ফিরিয়ে দিতে ভুল করেননি। বাবর আজমের টুইটের জবাব দেন তিনি। শনিবার বিরাট কোহলি বাবরের টুইটের রিপ্লাইয়ে পাক দলনায়ককে কৃতজ্ঞতা জানান। সেই সঙ্গে বাবরকেও ভবিষ্যতের জন্য শুভকামনা জানান কোহলি।
টুইটারে কোহলি লেখেন, ‘ধন্যবাদ। এভাবেই জৌলুস ছড়াতে থাকো এবং এগিয়ে যাও। তোমার জন্য শুভকামনা রইল।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন