তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে চাপে ওয়েস্ট ইন্ডিজ। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৬ রানের মাথায় তিন উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭.৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।
দুই ওপেনার ব্রেন্ডন কিং আউট হয়েছেন ৮ রান করে, শাই হোপ করেছেন ১৫ বলে ২ রান। শামার ব্রুকস ৮ বলে ৪ রান করে সাজঘরের পথ ধরেন। তাইজুল ইসলাম দুটি ও মুস্তাফিজুর রহমান একটি উইকেট লাভ করেন।
ইতোমধ্যে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ জিতলে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ।
এমন সমীকরণে শনিবার গায়ানার প্রোভিডেন্স স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচটি জিতলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা ১১ নম্বর জয় পাবে তামিম বাহিনী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন