মাঠে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হল লোকেশ রাহুলের। কোভিড আক্রান্ত ভারতের ওপেনিং ব্যাটার। রাহুলের করোনা সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত করেন সৌরভ গাঙ্গুলি। চোট সারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফেরার কথা ছিল রোহিত শর্মার ডেপুটির।
শনিবার (২২ জুলাই) ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল রাহুলের। কিন্তু আপাতত যাওয়া হচ্ছে না। বৃহস্পতিবার (২১ জুলাই) বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকের পর রাহুলের কোভিড আক্রান্ত হওয়ার খবর দেন বিসিসিআই বোর্ড সভাপতি।
বর্তমানে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন ভারতের তারকা ক্রিকেটার। নিয়ম অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ উড়ে যাওয়ার আগে রুটিন কোভিড টেস্ট হয় তার। সেখানে রিপোর্ট পজিটিভ এসেছে। আগামী ২৯ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ শুরু। আদতে রাহুলকে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে কিছু জানায়নি বোর্ড। আপাতত তাকে পর্যবেক্ষণে রাখা হবে। পরিস্থিতি অনুযায়ী জানানো হবে ভারতের ওপেনারকে টি-২০ সিরিজে পাওয়া যাবে কিনা। প্রসঙ্গত, আইপিএলের পর দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে কুঁচকিতে চোট পেয়ে দল থেকে ছিটকে যান রাহুল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ