হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের দেয়া ২০৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ করে টাইগাররা।
বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই ওপেনার মুনিম শাহরিয়ার ফিরিলেও আরেক লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনাই করে টিম টাইগার্স। ১৯ বলে ৬ বাউন্ডারিতে লিটনের রান যখন ৩২, তখন ভূতুড়ে এক আউটে সাজঘরে এলকেডি। খেই হারানোর গল্পের শুরুটাও সেখানে।
তনে এই ম্যাচে টি-টোয়েন্টিতে দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন লিটন। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই ব্যাটার। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে লিটনের রান ছিল ৯৮০। এই ম্যাচে ৬ চারে ১৯ বলে ৩২ রানের ইনিংস খেলেন লিটন। তাতেই পৌঁছে যান হাজারি ক্লাবে।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ২০৪২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর রয়েছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। এবার তাদের সঙ্গে এক হাজারি ক্লাবে যোগ দিলেন লিটনও।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ