৭ আগস্ট, ২০২২ ১৮:৪২

শুরুতেই চাপে জিম্বাবুয়ে

অনলাইন ডেস্ক

শুরুতেই চাপে জিম্বাবুয়ে

শুরুতেই চাপে জিম্বাবুয়ে

দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ৯ উইকেটে ২৯০ রান করেছে টাইগাররা। ২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে জিম্বাবুয়ে। 

সিরিজ বাঁচানোর ম্যাচে বল হাতে নিজের প্রথম দুই ওভারেই উইকেট নিলেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। পরে আঘাত হানেন মিরাজ। তাইকানো ও ইনোসেন্ট কায়া ও মাধেভেরে সাজঘরে ফিরেছেন। 

জিম্বাবুয়ে ৯ ওভারে ২৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে। হাসান মাহমুদের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান ইনোসেন্ট কাইয়া।

ইনিংসের প্রথম ওভারেই টি কাইতানোকে উইকেটের পেছনে মুশফিকের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন হাসান মাহমুদ। ১ রানে পড়ে এক উইকেট। দলীয় ১৩ রানেও একইভাবে ইনোসেন্ট কাইয়াকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। তার বলে উইকেটের পেছনে ক্যাচ ধরেন মুশফিক।

ওয়েসলি মাধভিরে উইকেটে এসে থিতু হতে পারেননি। ১৬ বল খেলেছেন। কিন্তু ২ রান করে মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউর শিকার হলেন।

সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে এ রিপোর্ট খেলা পর্যন্ত ১৩ ওভার ৪ বলে জিম্বাবুয়ের রান ৪৭। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

 
 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর