ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতে সমতা ফেরাল নিউজিল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডি-এল নিয়মে নিউজিল্যান্ড ৫০ রানের জয় তুলে নেয়।
শুক্রবার রাতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২১২ রানে গুটিয়ে যায় টম ল্যাথামের দল। কিন্তু দুই অভিজ্ঞ পেসার টিম সাউদি আর ট্রেন্ট বোল্ট দারুণ বল করে নিউজিল্যান্ডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন। দুজনের শুরুর স্পেলেই ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় ওয়েস্ট ইন্ডিজ। শেষপর্যন্ত ১৬১ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা।
ব্রিজটাউনের ম্যাচে উইন্ডিজের প্রথম সাত ব্যাটসম্যানের তিনজন আউট হন শূন্য রানে, দুজন দুই রান করে, আর দুজন ১৬ রান করে করেন। ২৩তম ওভারে বৃষ্টিতে খেলা বন্ধের আগে রানআউটে পতন হয় সপ্তম উইকেটেরও। ম্যাচ পরে ৪১ ওভারে নেমে এলেও স্বাগতিকদের জন্য লক্ষ্য মাত্র ১ রান কমে যায়।
বৃষ্টির পর খেলা শুরু হলে স্বাগতিক দর্শকদের মনে আশার সঞ্চার করেন ইয়ানিক কারিয়াহ ও আলজারি জোসেফ। ১০.৪ ওভারের জুটিতে তুলে ফেলেছিলেন ৮৫ রান। কিন্তু ৩১ বলে ৪৯ রান করা জোসেফকে সাউদি বোল্ড করে দিলে সেই সম্ভাবনাও উবে যায়। এরপর আর বেশি দূর যেতে পারেননি কারিয়াহ। আউট হওয়া আগে কারিয়াহ করেন ৮৪ বলে ৫২ রান।
নিউজিল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন সাউদি। ৩ উইকেট নেন বোল্ট।
এর আগে নিউজিল্যান্ডের ইনিংস প্রায় একাই টেনে নিয়ে যান ওপেনার ফিন অ্যালেন। তিনি ১১৭ বলে ৯৬ রানের ইনিংস খেলেন। এছাড়া ড্যারিল মিচেল ৪১ রান এবং স্যান্টনারের ২৬ রানে ভোর করে সবকয়টি উইকেট হারিয়ে ২১২ রানের সংগ্রহ দাঁড়ায় নিউজিল্যান্ডের।
বিডি প্রতিদিন/এমআই