এশিয়া কাপে প্রায় পূর্ণশক্তির দল পাচ্ছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল ও অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভা। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় টুর্নামেন্টের জন্য গত শুক্রবার ২০ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। পেসার আসিথা ফার্নান্দো, মিডল-অর্ডার ব্যাটসম্যান আশেন বান্দারা ও লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেও দলে ফিরেছেন।
চান্দিমাল এই বছরের শুরুতে অস্ট্রেলিয়া ও ভারত সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিলেন। কিন্তু ওই দুই সিরিজে ৭ ইনিংস খেলে কোনো ফিফটি ছিল না তার। পরে জুনে শ্রীলঙ্কার সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাদ পড়েন তিনি।
৩২ বছর বয়সী ব্যাটসম্যান এবার টি-টোয়েন্টি দলে ফিরলেন মূলত অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত ব্যাটিং করে।
অস্ট্রেলিয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি রিস্ট স্পিনার লাকশান সান্দাক্যান, পেসার নুয়ান থুসারা, অলরাউন্ডার রমেশ মেন্ডিস ও লাহিরু মাদুশাঙ্কা। পেসার বিনুরা ফার্নান্দো ও কাসুন রাজিথাকে প্রাথমিকভাবে দলে বিবেচনা করা হয়েছিল। কিন্তু চোটের কারণে শেষ মুহূর্তে ছিটকে যান তারা। তাদের জায়গায় আসিথা ফার্নান্দো ও প্রমোদ মাদুশানের নাম অনুমোদনের জন্য শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠানো হয়েছে।
আরেকটি বড় চোট শঙ্কা অবশ্য আছে। দলের মূল স্ট্রাইক বোলার দুশমন্থ চামিরার অ্যাঙ্কেলের চোট সেরে ওঠেনি পুরোপুরি। টুর্নামেন্টের কোনো একটা পর্যায়ে তাকে পাওয়া যাবে, এই আশায় দলে রেখে দেওয়া হয়েছে। সব মিলিয়ে শ্রীলঙ্কার পেস আক্রমণ একদমই অনভিজ্ঞ। ব্যাটিংয়ে অবশ্য অভিজ্ঞরা ফেরায় বেড়েছে নির্ভরতা। দলে ফেরা ধনাঞ্জয়া তার ২৩ টি-টোয়েন্টির সবশেষটি খেলেছেন ২০২১ সালের সেপ্টেম্বরে। বান্দারা ২০২১ সালের জুলাইয়ে ও ভ্যান্ডারসে এই বছরের ফেব্রুয়ারিতে সবশেষ দেশের হয়ে ২০ ওভারের ক্রিকেটে খেলেছেন।
সম্প্রতি এসএলসির আমন্ত্রণমূলক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন বান্দারা। সেখানে পাঁচ নম্বরে ব্যাট করে ১১৭.৫৪ স্ট্রাইক রেটে তিনি রান করেন ১৩৪।
আগামী ২৭ অগাস্ট দুবাইয়ে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ বাংলাদেশ।
শ্রীলঙ্কা দল: দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিসানকা, কুসল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসা, আশেন বান্দারা, ধনাঞ্জয়া ডি সিলভা, ভানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফ্রি ভ্যান্ডারসে, প্রাভিন জয়াবিক্রমা, চামিকা করুনারত্নে, দিলশান মাদুশাঙ্কা, মাথিশা পাথিরানা, নুয়ানিদু ফার্নান্দো, দুশমন্থ চামিরা, দিনেশ চান্দিমাল, আসিথা ফার্নান্দো ও প্রমোদ মাদুশান (সবশেষ দুজন ক্রীড়ামন্ত্রীর অনুমোদন সাপেক্ষে)
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ