ভবিষ্যতে ৫-৬টি দেশ টেস্ট খেলবে বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ।
শুক্রবার (১৯ আগস্ট) লর্ডসে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনে স্কাই স্পোর্টসে টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে স্মিথ বলেন, ‘বর্তমানে শুধুমাত্র বড় ক্রিকেটীয় দেশগুলোই টেস্ট ক্রিকেটে অবদান রাখছে। সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির অধীনে ভারতীয় দল টেস্ট ক্রিকেটের দিকে অনেক জোর দিয়েছে। যা সত্যিই দারুণ ছিল। এভাবেই পথটা তৈরি করেছিল তারা।’
তিনি আরও বলেন, ‘আমরা যখন প্রতিদ্বন্দ্বিতা ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলবো, তখন আপনি ১০-১২-১৪টি দল পাবেন না। একসময় টেস্ট খেলা দেশের সংখ্যা ৫-৬এ নেমে আসবে।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ