বেটউইনার নিউজের সাথে সাকিবের চুক্তি, দেশজুড়ে সমালোচনা; বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কড়া হুঁশিয়ারি। কয়েক দফা হুমকি আর পাপনের দুই দফা সংবাদ সম্মেলনের পর বোধদয় হয় সাকিব আল হাসানের, তিনি চুক্তি বাতিল করেন।
তারপরই টি-টোয়েন্টি কাপ্তানির ব্যাটন ওঠে সাকিবের হাতে। এবার বেটউইনার নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে সাকিব। শুরুতেই বললেন, ‘বিতর্কিত প্রশ্ন’।
এপর বেটউইনারের প্রস্তাব সম্পর্কে সাকিব সাংবাদিকদের বললেন, ‘আন-অফিশিয়াল (অনানুষ্ঠানিক) প্রস্তাব কবে দেওয়া হয়েছে বলাটা মুশকিল। অফিশিয়ালি (আনুষ্ঠানিকভাবে) বেশ অনেক দিন আগেই। তবে এগুলো গুরুত্বপূর্ণ মনে হয় না। এ আলোচনা করলে আমাদের মূল আলোচনা থেকে দূরে সরে যাওয়া হবে। এ অবস্থায় সেটা খুব একটা আদর্শ নয়।’
এরপর বেটইউনার নিউজের নাম মুখে না নিয়েই সাকিব বলেছেন, ‘আপনারা যেভাবে শুরু (বিতর্ক) করেছেন, আর যেভাবে শেষ করেছেন; একইভাবে হয়েছে। আমার এখানে খুব বেশি কিছু বলার নেই।’
বিডি প্রতিদিন/নাজমুল