মুশফিকুর রহিমের কিপিং নিয়ে আলোচনা-সমালোচনা ঢের আছে। বিশেষ করে বড় আসরে ক্যাচ মিস করে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়েন মুশি। তবে এই ক্ষেত্রে মুশফিকুরে অভিজ্ঞতাকে ফেলে দেওয়ার জো নেই। যদিও নানা কারণে নিজেই সমালোচনায় জড়িয়ে যান ‘অভিজ্ঞ মুশি।’
আজ সাকিব আল হাসান মুশফিকের গুণকীর্তন করেছেন। তিনি বলেন, ‘উইকেটকিপিং উনি করলে আমার জীবনটা অনেক সহজ হয়ে যাবে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে, টি-টোয়েন্টিতে সময়টা খুব কম থাকে। যেটা হয়, ফিল্ডিংয়ের অ্যাঙ্গেলগুলো উনি খুব সহজে বদলাতে পারেন। আমার কাছে শোনারও দরকার নাই। আমার জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমি অন্য একটা-দুটো বিষয় নিয়ে চিন্তা করতে পারব। কারণ, আমার পক্ষে ১১টা খেলোয়াড় সব সময় দেখা সম্ভব না। একমাত্র কিপারই আছে, যে এটা ভালো দেখতে পারে। ওনার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে এগুলো সহজ হয়ে যায়।’
কেবল মুশফিক নয় মাহমুদউল্লাহকেও দলের গুরুত্বপূর্ণ অংশই মনে করছেন সাকিব। তিনি ‘যেটা হচ্ছে যে ওনারা দুজন খুবই গুরুত্বপূর্ণ অংশ এই সিস্টেমের। ওনারা এটা সম্পর্কে অবগত, জানেন দায়িত্বটা কী, জানেন ওনাদের চ্যালেঞ্জ কী কী। ঠিক কোন পরিস্থিতিতে আছেন, সেটিও জানেন। আমার এখানে আলাদা কিছু বলার নেই। এত দিন খেলার পর আসলে পুরো পরিস্থিতি নিয়েই সচেতন তাঁরা। আমরাও জানি, ওনাদের কাছ থেকে আমরা কী প্রত্যাশা করছি। যেটা আমি বললাম, দলের খুব গুরুত্বপূর্ণ অংশ।’
বিডি প্রতিদিন/নাজমুল