করোনা আক্রান্ত হওয়ার কারণে এশিয়া কাপে দলের সাথে থাকতে পারছেন না ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়।
তাঁর জায়গায় নতুন কেউ যাচ্ছেন নাকি নেগেটিভ রিপোর্ট জন্য কিছুদিন অপেক্ষা করা হবে, সে বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের এশিয়া কাপ মিশন শুরু হবে ২৮ আগস্ট।
দ্রাবিড় অবশ্য সোমবার শেষ হওয়া ভারতীয় দলের জিম্বাবুয়ে সফরেও ছিলেন না। তাঁকে বিশ্রাম দেওয়া হয় এবং অন্তর্বর্তীকালীন কোচের ভূমিকায় ছিলেন সাবেক সতীর্থ ভিভিএস লক্ষ্মণ। জিম্বাবুয়েতে তিন ম্যাচের ওয়ানডের সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ভারত।
বিডি প্রতিদিন/নাজমুল