পাকিস্তানের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলে দলের জয়ে বড় অবদান রেখেছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এবার ডান হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন তিনি।
ভারতের ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ‘জাদেজা এখন ভারত ক্রিকেট দলের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন।’ জাদেজার জায়গায় দলে নেওয়া হয়েছে অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে।
এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোরের আগে জাদেজাকে হারানো ভারতের জন্য বড় এক ধাক্কা হতেই পারে। কারণ এই ধাপেও পাকিস্তানের মুখোমুখি হতে হবে রোহিত শর্মার দলের।
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের প্রথম ম্যাচ আগামী রবিবার। প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। এ ম্যাচে ভারতের প্রতিপক্ষ কোন দল, তা জানা যাবে আজ পাকিস্তান-হংকংয়ের খেলা শেষে ।
বিডি প্রতিদিন/নাজমুল