এশিয়া কাপের ফাইনালে ফাইনাল ম্যাচে ভাগ্য সঙ্গে গিয়েছে পাকিস্তানের। শিরোপার লড়াইয়ে আজ টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাবররা। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। এবারের আসরটি আরব আমিরাতে হলেও স্বাগতিক দল শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কা আর পাকিস্তান দুটি দলই এবারের আসরে দুর্দান্ত পারফর্ম করেছে। দুই দলেরই তাই শিরোপা জয়ের সম্ভাবনা প্রকট। পাকিস্তান এবারের আসরের অন্যতম ফেবারিট হলেও শ্রীলঙ্কা ছিল হিসাবের বাইরে। সেখান থেকে তারা দারুণ দলীয় পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠে গেছে। পাকিস্তান সর্বশেষ এশিয়া কাপ জিতেছে ২০১২ সালে, ২০১৪ সালে শ্রীলঙ্কা। পরিসংখ্যানের দিক দিয়ে পাকিস্তান কিন্তু শ্রীলঙ্কার চেয়ে পিছিয়ে আছে।
এবারের এশিয়া কাপের আয়োজক শ্রীলঙ্কা। আসরটিও সে দেশেই হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক আর অর্থনৈতিক চরম সংকটের কারণে শেষ পর্যন্ত এশিয়া কাপ আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়।
পাকিস্তান একাদশ :
বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ফাখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলি, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন।
শ্রীলঙ্কা একাদশ :
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দানুসকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকসে, চামিকা করুনারত্নে, ওয়ানিদু হাসারাঙ্গা, মহেস থিকসানা, প্রামোদ মধুসান এবং দিলশান মধুশঙ্কা।
বিডি-প্রতিদিন/শফিক