এশিয়া কাপের ফাইনালে ফাইনাল ম্যাচে ভাগ্য সঙ্গে গিয়েছে পাকিস্তানের। শিরোপার লড়াইয়ে আজ টস জিতে ফিল্ডিং করছে বাবররা। সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হওয়া ম্যাচটির প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে শূন্যরানে বোল্ড করে ফিরিয়েছেন নাসিম শাহ।
এশিয়া কাপের এবারের আসরে শ্রীলঙ্কা আর পাকিস্তান দুটি দলই দুর্দান্ত পারফর্ম করেছে। দুই দলেরই তাই শিরোপা জয়ের সম্ভাবনা প্রকট। পাকিস্তান এবারের আসরের অন্যতম ফেবারিট হলেও শ্রীলঙ্কা ছিল হিসাবের বাইরে। সেখান থেকে তারা দারুণ দলীয় পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠে গেছে।
বিডি-প্রতিদিন/শফিক