এশিয়া কাপে সর্বোচ্চ ২৮১ রান এসেছে মোহম্মদ রিজওয়ানের ব্যাট থেকে। তবু পাকিস্তানকে এশিয়া কাপ চ্যাম্পিয়ন করতে না পেরে হতাশ এই উইকেট রক্ষক-ব্যাটার। ম্যাচের পর রিজওয়ান মেনে নিয়েছেন, যোগ্য দল হিসেবেই ফাইনালে জিতেছে শ্রীলঙ্কা।
ফাইনালে টস জিতেছে পাকিস্তান। প্রথমে বল করে শ্রীলঙ্কাকে চাপে ফেলেও কেন চ্যাম্পিয়ন হতে পারলেন না? রিজওয়ান বলেছেন, “যে দল টস নিয়ে ভাবে, আমার মতে সেই দল চ্যাম্পিয়ন নয়। যেমন এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কা। ওরা টস নিয়ে ভাবেনি। পরে ওরা আমাদের ভুলের সুযোগ নিয়েছে। যোগ্য দল হিসেবেই শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন হয়েছে।”
দ্রুত শ্রীলঙ্কার পাঁচ উইকেট ফেলে দেওয়ার পরেও কেন ছন্দ ধরে রাখতে পারল না পাকিস্তান? রিজওয়ান জানিয়েছেন, শ্রীলঙ্কা তাদের ভুলের সুযোগ নিয়ে জয় ছিনিয়ে নিয়েছে। তিনি বলেন, “আমরা কয়েকটা ভুল করেছি। আমরাও মানুষ। প্রতিযোগিতায় অন্য ম্যাচগুলো আমরা ভালই খেলেছি। কিন্তু ফাইনালে শ্রীলঙ্কার কয়েকটা উইকেট দ্রুত তুলে নেওয়ার পরেও আমরা ছন্দ হারিয়ে ফেলি। টি-টোয়েন্টি ক্রিকেটে যারা ছন্দটা একবার ধরে নেয়, তাদেরই জেতার বেশি সুযোগ থাকে। আমরা যেখানে ছন্দ নষ্ট করেছি, শ্রীলঙ্কা সেখান থেকেই ছন্দ ধরে নিয়েছে।”
এদিকে, শ্রীলঙ্কাকে অভিনন্দন জানিয়ে পাকিস্তান অধিনায়ক বাবর মেনে নিয়েছেন, তাদের ব্যাটিং, ফিল্ডিং কিছুই ভাল হয়নি। বাবর বলেছেন, “আমরা ওদের চেপে ধরেছিলাম। তারপরেও দুর্দান্ত ব্যাটিং করে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। উইকেট ভালই ছিল। দুবাইয়ের উইকেট যেমন হয় তেমনই। এখানে খেলতে সব সময়ই বেশ ভাল লাগে।”
বাবর মেনে নিয়েছেন তারা ফাইনালে যোগ্যতা অনুযায়ী খেলতে পারেননি। পাকিস্তান অধিনায়ক বলেছেন, “আমরা ভাল ব্যাট করতে পারিনি। নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারিনি। মিডল অর্ডার ইনিংসটা ভাল শেষ করতে পারেনি। যেভাবে প্রতিযোগিতা শেষ করতে চেয়েছিলাম, তা পারলাম না। কোনও কিছুই পরিকল্পনা মতো হল না। ফাইনালে আমাদের ফিল্ডিং একদমই ভাল হয়নি। তাও বেশ কিছু ইতিবাচক বিষয় নিয়েই আমরা দেশে ফিরব।”
রিজওয়ান, শাদাব খান, মোহম্মদ নওয়াজ, নাসিম শাহদের প্রশংসা করেছেন পাকিস্তান অধিনায়ক। তার মতে, কয়েকটি জায়গায় তাদের উন্নতি করতে হবে। ব্যর্থতা থেকে শিখতে হবে। ভুলের সংখ্যা যতটা সম্ভব কমিয়ে ফেলতে চান তিনি।
বিডি প্রতিদিন/কালাম