ওয়ানডে ক্রিকেট থেকে অবসরে গেছেন অ্যারন ফিঞ্চ, তাই প্রাসঙ্গিক প্রশ্ন কে হচ্ছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক? সেই প্রশ্নে তিনটি নামও আসছে সামনে। আলোচনায় আছেন অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার ও পেসার প্যাট কামিন্স।
তবে টেম্পারিং কাণ্ডের দুই বছরের নিষেধাজ্ঞায় পড়া স্মিথ ওয়ানডে অধিনায়কত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ কিংবা অনাগ্রহ কোনোটিই প্রকাশ করেননি। কেবল জানিয়েছেন, তারও বয়স হয়েছে, অবসরটাও খুব দূরে নয়।
প্যাট কামিন্সও বলছেন, সাদা বলে নেতৃত্ব দেওয়াটা সহজ কাজ নয় বরং তিনি নিজের বিশ্রামটাকেই রাখছেন সবার আগে।
বিপরীতে ওয়ার্নার নাকি ফোনটা পাশে নিয়েই বসে আছেন। ওয়ানডে অনিয়াকত্ব নিতে আগ্রহী ওয়ার্নার বলেছেন, ক্রিকেট অস্ট্রেলিয়া চাইলে তাকে যেকোনো সময় ফোন দিতে পারে।
যদিও ওয়ার্নারের ক্যারিয়ারেও আছে টেম্পারিং কাণ্ডে নিষিদ্ধ হওয়ার কালিমা। তবুও এখন অপেক্ষা যদি ফোনটা আসে...
বিডি প্রতিদিন/নাজমুল