সাফ চ্যাম্পিয়ন মেয়েরা গতকাল বুধবার দেশে ফিরেই এক বাজে ঘটনার শিকার হন। বিমানবন্দরেই তাদের লাগেজের তালা ভেঙে কয়েকজনের ডলার ও টাকা চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।
এ ব্যাপারে ইতোমধ্যে থাকায় দুই জিডি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। একটি করা হয়েছে বিমানবন্দর থানায়; আরেকটি মতিঝিল থানায়।
এই টাকা না পেলে ক্ষতিপূরণ দেওয়া বলে জানিয়েছে বাফুফে।
আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা বিমানকে বলেছি, সিভিল অ্যাভিয়েশনকে বলেছি। দুটি জিডিও করেছি। জিডি একটার দিকে সাইন করেছি। ইতোমধ্যে পৌঁছে গেছে।’
এসময় কৃষ্ণাদের চুরি যাওয়া সমপরিমাণ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি জানান নারী ফুটবল উইংয়ের চেয়ারম্যান এবং ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ।
তিনি জানান, লাগেজে কৃষ্ণা রানীর ৯০০ ও সামসুন্নাহার সিনিয়রের ৪০০ ডলার ছিল। তিনি বলেন, ‘ওরা বাচ্ছা মেয়ে। এটা ওদের কাছে অনেক বেশি টাকা। এই টাকাটা যদি না পাওয়া যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে অবশ্যই আমরা উদ্যেগ নেব এটা ওদেরকে দেওয়ার জন্য।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ