হাঁটুর চোটের কারণে এশিয়া কাপ খেলা হয়নি। সেই চোট থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুখবরই দিয়েছেন এই পাকিস্তানি পেসার।
নিজের পুনর্বাসনের একটি ভিডিও টুইট করেছেন আফ্রিদি। সেই ভিডিওতে দেখা যায়, ছোটো রানআপ নিয়ে বোলিং করছেন তিনি। তাতে স্ট্যাম্পের দেখা না গেলেও উইকেট ভাঙার শব্দ পাওয়া যায়।
ভিডিওর ক্যাপশনে আফ্রিদি লিখেছেন, ‘আপনার সাফল্য নিজের প্রতিজ্ঞার ওপর নির্ভর করে না, সাফল্য নির্ভর করে আল্লাহর ওপর।’
আফ্রিদির এ ভিডিও ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। অনেক সমর্থকই তার সেরে ওঠার জন্য প্রার্থনা করেছেন।
বিডি প্রতিদিন/নাজমুল