২৬ সেপ্টেম্বর, ২০২২ ২১:১৯

বিশ্বকাপে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বুসকেতস

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে আর্জেন্টিনাকে এগিয়ে রাখছেন বুসকেতস

দারুণ গতিতেই ছুটছে কাপ্তান মেসির টাট্টু ঘোড়া। দল আর মেসি উভয়ের ছন্দই দারুণ। আসছে একের পর এক জয়। টানা ৩৪ ম্যাচ লিওনেল স্কালোনির দল চেখে দেখেনি কোনো পরাজয়। সবমিলিয়ে কাতার বিশ্বকাপে মেসিরা একরকম ফেভারিটের তালিকাতেই থাকছেন।

লিওনেল মেসির সাবেক বার্সেলোনা সতীর্থ সের্হিও বুসকেতসও তেমনটাই মনে করেন। তার মতে কোপা ও ফিনালিস্সিমা শিরোপা জেতা আর্জেন্টিনা এবার আরও শক্তিশালী।

এই স্প্যানিশ মিডফিল্ডারের মতে রক্ষণ, মিডফিল্ডের পাশাপাশি আর্জেন্টিনার আছে শক্তিশালী আক্রমণভাগ। সব মিলিয়ে বৈশ্বিক আসরে দলটির ভালো করার সম্ভাবনা রয়েছে বেশ।

বুসকেতস বলেন, ‘আর্জেন্টিনা বিশ্বকাপের জন্য একটি দুর্দান্ত দল তৈরি করছে। তাদের দল সত্যিকারের একটা পরিবার হয়ে উঠেছে।’ 

তার মতে ‘লিওনেলের আর্জেন্টিনার হয়ে শিরোপা জেতা বাকি ছিল। আমি তার জন্য খুব খুশি। সে বিশ্বের সেরা এবং টেলিভিশনে তাকে দেখে উপভোগ করাও একটা উপহার। আমি তাকে শুভকামনা জানাই।’   


বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর