২৭ সেপ্টেম্বর, ২০২২ ২১:৪৫

সিরিজ জিততে আমিরাতকে ১৭০ রানের চ্যালেঞ্জ টাইগারদের

অনলাইন প্রতিবেদক

সিরিজ জিততে আমিরাতকে ১৭০ রানের চ্যালেঞ্জ টাইগারদের

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ১৭০ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা। বাংলাদেশের পক্ষে মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪৬ রান।

মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য আমিরাতের প্রয়োজন ১৭০ রান।

টস হেরে ব্যাট করতে নেমে ২৭ রানের উদ্বোধনী জুটি পায় টাইগাররা। সাব্বির রহমান ৯ বলে ১ ছক্কা ও চারে ১২ রান করে আরিয়ান লাকরার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরত যান। এরপর নিজের ইনিংসকে লম্বা করতে পারেননি লিটন দাসও। ৪ চারে ২০ বলে ২৫ রান করেন তিনি।  

এরপর দারুণ দুটি শট খেলেন আফিফ হোসেন ধ্রুব। কিন্তু তিনিও আউট হয়ে যান ১০ বলে ১৮ রান করে। হাফ সেঞ্চুরির পথে ছোঁটা মিরাজ আউট হন অনেকটা দুর্ভাগ্যের শিকার হয়ে। ৫ চারে ৩৭ বলে ৪৬ রান করা এই ব্যাটার আউট হন আম্পায়ারের বাজে এলবিডব্লিউ হয়ে।  

শেষদিকে ১ চার ও ছক্কায় ১৩ বলে ২১ রান করেন ইয়াসির আলি। ১০ বলে ১৯ রান আসে অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাট থেকে।  

পাওয়ারপ্লেতে ৪৮, প্রথম দশ ওভারে ৮৩ রান তোলার পরও শেষ দশ ওভারে রান রেটটা বেড়েছে মোটে ০.৩। তাই নির্ধারিত ২০ ওভার শেষে ১৬৯ রানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সফরকারীদের।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর