২৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:২৯

‘টিকটকার’ সাব্বিরকে হজম করতে হলো দর্শকদের টিটকারি

অনলাইন ডেস্ক

‘টিকটকার’ সাব্বিরকে হজম করতে হলো দর্শকদের টিটকারি

ফাইল ছবি

ঘরোয়া ক্রিকেটে কোনো ধরনের উল্লেখযোগ্য পারফর্ম না করেই জাতীয় দলে ফেরানো হয়েছিল সাব্বির রহমানকে। ‘ওপেনার’ হিসেবে এশিয়া কাপে এক ম্যাচে সুযোগ পেয়ে করেছিলেন ৫ রান। এরপর আরব আমিরাতের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচেই ওপেনিংয়ে নেমেছেন। 

কিন্তু প্রথম ম্যাচে ‘ডাক’ মারার পর আজ দ্বিতীয় ম্যাচে ফিরেছেন ৯ বলে ১২ রান করে। খেলার চেয়ে কি টিকটকেই বেশি মনোযোগ সাব্বিরের? কিছুদিন আগে সাব্বির নিজের টিকটক আইডি ভেরিফাই হওয়ার ‘সুখবর’ দেন সবাইকে। বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। 

দেশের ক্রিকেট যখন খারাপ সময় কাটাচ্ছে, তখন খেলায় মন না দিয়ে বিতর্কিত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে মাতামাতি ভালোভাবে নিতে পারেননি দেশের ক্রিকেটপ্রেমীরা। আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে তো মাঠেই তাকে টিটকারি দিয়েছেন গ্যালারিতে থাকা দর্শকরা।

‘ডাক’ মেরে ফেরার পর বাংলাদেশ দল যখন ফিল্ডিংয়ে নামে, সাব্বির ছিলেন বাউন্ডারি লাইনে। সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা যায়, সাব্বিরকে শ্লেজিং করছেন দর্শকরা। একজন চিৎকার করে সাব্বিরের টিকটক ভেরিফিকেশন ভিডিওর নকল করে বলছিলেন, ‘এইটা আমার রিয়েল আইডি সাব্বির ভাই...’। 

এ ছাড়া তাকে ‘টিকটক সাব্বির’ বলেও টিটকারি দেওয়া হচ্ছিল। সাব্বির অবশ্য কোনো জবাব না দিয়ে ফিল্ডিংয়ে মনোযোগ দেন।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর