নারী এশিয়া কাপে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের। ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও সিলেটে ভারী বর্ষণে দেরি হচ্ছে।
শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে ৩ রানের বিব্রতকর হারের পর সেমিফাইনালে চোখ রেখে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের মেয়েরা। সোমবার বৃষ্টির কারণে শ্রীলঙ্কা ৫ উইকেট হারিয়ে ৮৩ রানে ইনিংস শেষ করেছিল। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৪১ রান, কিন্তু ৩৭ রানে থামতে হয় তাদের।
লঙ্কানদের কাছে হেরে সেমিফাইনাল ভাগ্য ঝুলছিল ভারত বনাম থাইল্যান্ডের ম্যাচের ওপর। ম্যাচটি থাইল্যান্ড বড় ব্যবধানে হারায় বাংলাদেশের কপাল খুলে গেছে। আমিরাতকে হারাতে পারলে নিশ্চিতভাবে শেষ চারে উঠবে স্বাগতিকরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ