পার্থে ইংল্যান্ডের কাছে রবিবার অল্প ব্যবধানে প্রথম টি-টোয়েন্টি হারের ম্যাচে একটি ঘটনায় আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হলো অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চকে।
ইংল্যান্ডের ইনিংসের নবম ওভারে প্রকাশের অযোগ্য একটি ভাষা ব্যবহার করেন ফিঞ্চ। আইসিসি আচরণবিধির লেভেল ওয়ান ধারা ভেঙেছেন তিনি।
আইসিসির আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লংঘন করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, যা আন্তর্জাতিক ম্যাচে শ্রবণের অযোগ্য ভাষার ব্যবহারের অপরাধ সম্পর্কিত।
ফিঞ্চ অপরাধ স্বীকার করেছেন। তার ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসে ফিঞ্চের এটাই প্রথম অপরাধ। চলতি সিরিজের বাকি সময়ে কিংবা আসন্ন বিশ্বকাপে ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে নিষিদ্ধ হতে পারেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ