নিউজিল্যান্ডের দেয়া পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করে যাচ্ছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এরইমধ্যে তিনি তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১১তম টি-টোয়েন্টি হাফ সেঞ্চুরি।
৩৩ বল খেলে পঞ্চাশে পৌঁছান বাঁহাতি ব্যাটসম্যান। ১৬তম ওভারের প্রথম বলে ডিপ মিড উইকেটে বল পাঠিয়ে সিঙ্গেল নিয়ে ফিফটি উদযাপন করেন তিনি। একই ওভারে নিজের প্রথম ছক্কা মারেন সাকিব। ওই ওভার শেষ হয় ইয়াসির আলীর উইকেট হারিয়ে। ছক্কা মারতে গিয়ে মাইকেল ব্রেসওয়েলের ক্যাচ হন তিনি। টিম সাউদি পান নিজের প্রথম উইকেট। ৬ বলে ৬ রান করেন ইয়াসির।
এর আগে বাংলাদেশের ইনিংসের শুরুতে দুই বার জীবন পেয়েও বড় স্কোর ব্যর্থ হন টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১২ বলে দুটি চারে ১১ রানে থামতে হয় তাকে। পাওয়ার প্লের শেষ ওভার শুরু করার আগে ১৪ বলে ৩ চার ও ১ ছয়ে ২২ রান করে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন দাস। কিন্তু মাইকেল ব্রেসওয়েল বল হাতে নিতেই থামতে হলো তাকে। লেগ সাইড দিয়ে আরেকটি বাউন্ডারি মারতে চেয়েছিলেন। ডিপ মিডউইকেটে দাঁড়ানো মার্টিন গাপটিল তাকে হতাশ করেন। ১৬ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রান করে আউট লিটন।
সাকিব আল হাসান ও সৌম্য সরকারের জুটিতে বেশ স্বস্তিতে ছিল বাংলাদেশ। কিন্তু দশম ওভারের শেষ বলে অ্যাডাম মিলনের শিকার হলেন সৌম্য। ১৭ বলে তিন চারে ২৩ রান করে ট্রেন্ট বোল্টের ক্যাচ হন তিনি। ২৭ বলে ৪৩ রানের জুটি ভেঙে যায়। সৌম্য সরকার আউটের পর আফিফ হোসেন ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না। মাত্র চার বল খেলে চার রান করে মাইকেল ব্রেসওয়েলের শিকার তিনি। মিডল স্টাম্প ডেলিভারিতে বল তার ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে স্টাম্প ভেঙে দেয়। দুই বার জীবন পেয়েও বড় স্কোর ব্যর্থ হয়েছেন টাইগার ওপেনার নাজমুল হোসেন শান্ত। ১২ বলে দুটি চারে ১১ রানে থামতে হয় তাকে। পাওয়ার প্লের শেষ ওভার শুরু করার আগে ১৪ বলে ৩ চার ও ১ ছয়ে ২২ রান করে ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন লিটন দাস। কিন্তু মাইকেল ব্রেসওয়েল বল হাতে নিতেই থামতে হলো তাকে। লেগ সাইড দিয়ে আরেকটি বাউন্ডারি মারতে চেয়েছিলেন। ডিপ মিডউইকেটে দাঁড়ানো মার্টিন গাপটিল তাকে হতাশ করেন। ১৬ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রান করে আউট লিটন।
সাকিব আল হাসান ও সৌম্য সরকারের জুটিতে বেশ স্বস্তিতে ছিল বাংলাদেশ। কিন্তু দশম ওভারের শেষ বলে অ্যাডাম মিলনের শিকার হলেন সৌম্য। ১৭ বলে তিন চারে ২৩ রান করে ট্রেন্ট বোল্টের ক্যাচ হন তিনি। ২৭ বলে ৪৩ রানের জুটি ভেঙে যায়। সৌম্য সরকার আউটের পর আফিফ হোসেন ক্রিজে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি। মাত্র চার বল খেলে চার রান করে মাইকেল ব্রেসওয়েলের শিকার হন তিনি। মিডল স্টাম্প ডেলিভারিতে বল তার ব্যাট ও প্যাডের মাঝখান দিয়ে স্টাম্প ভেঙে দেয়।
নুরুল হাসান সোহানও মাত্র ২ রান করে অ্যাডাম মিলনের তৃতীয় শিকার হন। ৬ বল খেলেন সোহান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ