ফুটবল বিশ্বকাপের আর এক মাসও বাকি নেই। ফুটবলপ্রেমিদের চোখও তাই কাতারে। সরাসরি খেলা দেখার প্রস্তুতি নিয়ে অনেকেই আটঘাট বেঁধে বসেছেন। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবং টি-টোয়েন্টি দলের কাপ্তান সাকিব আল হাসানও আছেন সেই দলে।
মেসি ভক্ত সাকিব আগেই আর্জেন্টিনার ম্যাচের টিকেট কেটেছিলেন। এবার ব্রাজিলের ম্যাচ দেখার জন্য টিকেট সংগ্রহ করলেন তামিম ইকবাল।
তামিম ফেসবুক স্টোরিতে শেয়ার করেছেন সেই টিকেটের ছবি। যাতে দেখা যায় তিনি ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচের দুইটি টিকিট পেয়েছেন।
সাকিব টিকেট কিনেছিলেন বাফুফের কাছ থেকে। তিনি দেখবেন আর্জেন্টিনা বনাম মেক্সিকোর খেলা।
বিডি প্রতিদিন/নাজমুল