ম্যাচ শেষ হতে লাগল না দুই দিনও। সম্ভাব্য ৪৫০ ওভারের মধ্যে খেলা হলো না ১৪৫ ওভারও। সবুজ উইকেটে ভয়ঙ্কর বোলিং, একের পর এক উইকেট, ব্যাটসম্যানদের দুর্দশা, আঘাত-পাল্টা আঘাত, ব্যাটিং ধস এবং দুই দিনেরও কম সময়ে ৩৪ উইকেটের পতনের পর শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার জয়।
ব্রিজবেন টেস্টে চমক জাগানিয়া প্রথম দিনের পর আর নাটকীয় দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে ৩৪ রান তাড়ায় অস্ট্রেলিয়াকে হারাতে হয় ৪ উইকেট। গোটা ম্যাচের চিত্র খানিকটা ফুটে ওঠে এখানেই। প্রথম দিনে উইকেটের পতন হয় ১৫টি, দ্বিতীয় দিনে ১৯টি।
ব্রিসবেন টেস্টের প্রথম দিন ছিল বোলারদের রাজত্ব। যে কারণে অজি বোলারদের তোপের মুখে পড়ে মাত্র ১৫২ রানেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ৭ রান পিছিয়ে থেকে প্রথম দিন শেষ করেছিল অজিরা। দ্বিতীয় দিন স্কোরবোর্ডে যোগ করতে পেরেছে ৭৩ রান।
২১৮ রানে অজিদের প্রথম শেষ হয়। হেড একাই খেলেন ৯২ রানের ইনিংস। ৬৬ রানে পিছিয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ছিল আরও ভয়ঙ্কর। কামিন্স, স্টার্ক, বোল্যান্ডের পেস গতিতে প্রোটিয়া ব্যাটাররা যেন আসা যাওয়ার মিছিলে ছিলেন।
কামিন্সের ‘পাঁচ’ উইকেটে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস থেমে যায় মাত্র ৯৯ রানে। বাভুমা, জুন্ডো ও মহারাজ বাদে প্রোটিয়ার কোন ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। সর্বোচ্চ ৩৬ রান করে অপরাজিত থাকেন জুন্ডো।
দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লক্ষ্য ৩৪ রান হলেও সেটি তাড়া করতে অনেক ভুগতে হয়েছে অজি ব্যাটারদের। দলীয় ৮ ও ৯ রানের মাথায় রাবাদার বলে ওয়ার্নার এবং খাওয়াজার বিদায়ের পর ১৯ ও ২৪ রানের মাথায় আউট হন স্মিথ এবং হেড। চারটি উইকেটই নেন রাবাদা।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৮.২ ওভারে ১৫২ (এলগার ৩, এরভিয়া ১০, ফন ডার ডাসেন ৫, বাভুমা ৩৮, জন্ডো ০, ভেরেইনা ৬৪, ইয়ানসেন ২, মহারাজ ২, রাবাদা ১০*, নরকিয়া ০, এনগিডি ৩; স্টার্ক ১৪-১-৪১-৩, কামিন্স ১২.২-৩-৩৫-২, বোল্যান্ড ১১-২-২৮-২, গ্রিন ৩-০-২০-০, লায়ন ৮-২-১৪-৩)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (আগের দিন ১৪৫/৫) ৫০.৩ ওভারে ২১৮ (ওয়ার্নার ০, খাওয়াজা ১১, লাবুশেন ১১, স্মিথ ৩৮, হেড ৯২, বোল্যান্ড ১, হেড ১৮, কেয়ারি ২২*, স্টার্ক ১৪, কামিন্স ০, লায়ন ০; রাবাদা ১৭.১-২-৭৬-৪, এনগিডি ৯-১-৩৫-১, ইয়ানসেন ৯-১-৩২-৩, নরকিয়া ১৩-২-৫২-২, মহারাজ ২-০-১৭-০)।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৩৭.৪ ওভারে ৯৯ (এলগার ২, এরভিয়া ৩, ফন ডার ডাসেন ০, বাভুমা ২৯, জন্ডো ৩৬*, ভেরেইনা ০, ইয়ানসেন ০, মহারাজ ১৬, রাবাদা ৩*, নরকিয়া ০, এনগিডি ৯; স্টার্ক ১১-৩-২৬-২, কামিন্স ১২.৪-৩-৪২-৫, বোল্যান্ড ৮-২-১৪-২, লায়ন ৬-০-১৭-১)।
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪) ৭.৫ ওভারে ৩৫/৪ (ওয়ার্নার ৩, খাওয়াজা ২, লাবুশেন ৫*, স্মিথ ৬, হেড ০, গ্রিন ০*; রাবাদা ৪-১-১৩-৪, নরকিয়া ৩.৫-০-১৮-০)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে
ম্যান অব দা ম্যাচ: ট্রাভিস হেড
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ