ভারতের বিপক্ষে মিরপুর শের-ই-বাংলায় ঢাকা টেস্টে প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে বৃহস্পতিবার ২২৭ রানে গুটিয়ে গেছে সাকিব আল হাসানের দল। বাংলাদেশকে অলআউট করার পর গতকাল ৮ ওভার খেলে ভারত। কোনও উইকেট না হারিয়ে ১৯ রানে দ্বিতীয় দিন শুরু করলেও টাইগার স্পিনার তাইজুল ইসলামের ঘূর্ণিতে চাপে পড়েছে সফরকারীরা।
লোকেল রাহুল কাল থেকেই খেলছিলেন রয়েসয়ে। ম্যাচের দ্বিতীয় দিনেও ব্যাটিংয়ের গতি বদলাননি। এর মধ্যে দারুণ এক শটে হাঁকিয়েছিলেন চার। ভারতীয় অধিনায়ককে ফিরিয়েই প্রথম সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশের তাইজুল। এরপর ফিরিয়েছেন আরেক উদ্বোধনী ব্যাটারকেও।
দ্বিতীয় দিনের ষষ্ঠ ওভারে এসে সাফল্য এনে দেন তাইজুল। তার বলে পা বাড়িয়ে ডিফেন্ড করতে গেলে প্যাডে লাগে রাহুলের। কিন্তু আম্পায়ার আউট দেননি। পরে রিভিউ নিলে সাজঘরে ফিরতে হয় রাহুলকে। ১ চারে ৪৫ বল খেলে ১০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
নিজের পরের ওভারেই আরেক উদ্বোধনী ব্যাটার শুভমন গিলকে আউট করেন তাইজুল। সুইপ করতে গেলে তার প্যাডে লাগে। এবার সরাসরি আউটই দেন আম্পায়ার। ১ চার ও ছক্কায় ৩৯ বলে ২০ রান করে সাজঘরে ফেরত যান গিল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ