বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলের ১৭তম খেলায় ঢাকা ডমিনেটর্সকে ৩৩ রানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্রথমে ব্যাট করে ঢাকাকে ১৮৫ রানের টার্গেট দেয় কুমিল্লা। লিটন শূন্য রানে ফিরলেও দলের হাল ধরা মোহাম্মদ রিজওয়ার থেমেছেন ৫৫ রানে। শেষ দিকে ২৪ বলে ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন কুমিল্লার ব্যাটার খুশদিল শাহ।
জবাবে ব্যাট করতে নেমে ঢাকা গুটিয়ে গেছে ১৫১ রানে। অধিনায়ক নাসির হোসেন ৪৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেও শেষ রক্ষা করতে পারেননি।
বিডি প্রতিদিন/নাজমুল