নাজমুল হোসেন শান্তর প্রতিভা আছে। এই কথা নানা সময়ে নানাভাবেই বলেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। আর সেকথা প্রমাণে তিনি বারবার টেনেছেন শান্তর বিপিএল বা ঘরোয়া পারফর্ম্যান্সের উদাহরণ।
এবারও নান্নু শান্তর বিপিএলের পারফর্ম্যান্সের ভূয়সী প্রশংসা করে নিজের নির্বাচনী শক্তির মহিমাই যেন জানান দিতে চাইলেন।
সাংবাদিকদের নান্নু বলেছেন, ‘আমরা যখন ওকে নিয়েছিলাম তখন থেকেই আমরা ভালো জায়গায় দেখছি। আমরা যথেষ্ট কনফিডেন্ট ছিলাম বলেই সে আজ এই জায়গায় আসতে পেরেছে। টিম ম্যানেজম্যান্টের যথেষ্ট কনফিডেন্স ছিল তাকে নিয়ে। যার কারণে ও প্রতিদানটা দিতে পেরেছে। কন্টিনিউয়াসলি দেশের জন্য আরও ভালো কিছু দেওয়ার জন্য আমার মনে হয় সে প্রস্তুত হবে।’২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ স্কোরার ছিলেন শান্ত। তবে সেই খেলা কতোটা টি-টোয়েন্টিসুলভ ও কার্যকর হয়েছে দলের জন্য সে নিয়ে প্রশ্ন আছে সবারই। এবারের বিপিএলেও এখন পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের হয়ে ৩৭৪ রান করেছেন। রানের হিসেবে তিনি আছেন, সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তিন নম্বরে।
এই ঘটনার পরেই যেন আত্মপক্ষ সমর্থনের ডালি খুলে বসলেন নান্নু। তিনি বলেছেন, ‘অবশ্যই ভালো ফিল করি। শুধু শান্ত না, যে কোনো প্লেয়ারকে যখন নেওয়া হয় তখনই সমালোচনা হয়। ও (শান্ত) যখন পারফর্ম করে এটা অবশ্যই ভালো দিক। আমরা চাই, যাকে সুযোগ দেওয়া হয় সে যেন দেশের জন্য লং প্রসেসের মধ্যে থাকে এবং ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকে।’
জাতীয় দলের হয়ে কালেভদ্রে ভালো খেলেন শান্ত। আর ফরম্যাট অনুযায়ী দলের জন্য কার্যকরী ইনিংসের সংখ্যাও তার হাতেগোনা।
বিডি প্রতিদিন/নাজমুল