১১ ফেব্রুয়ারি, ২০২৩ ১৭:৪০

সহকারী কোচ হিসেবে ফিরছেন না শ্রীরাম

অনলাইন ডেস্ক

সহকারী কোচ হিসেবে ফিরছেন না শ্রীরাম

বাংলাদেশ দলের সহকারী কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিল শ্রীধরন শ্রীরামের নাম। তবে তাকে সহকারী কোচ হিসেবে পাওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

এর আগে গত টি-টোয়েন্ট বিশ্বকাপের আগমুহূর্তে নাটকীয়ভাবে টি-টোয়েন্টি দলের 'টেকনিক্যাল ডিরেক্টর' করা হয়েছিল শ্রীধরন শ্রীরামকে। সেই চুক্তি শেষে তাকে লম্বা সময়ের জন্য কোচ হিসেবে চেয়েছিল বিসিবি। শ্রীরাম একবার বাংলাদেশে এসে ঘুরেও গিয়েছিলেন। কিন্তু চন্দিকা হাথুরাসিংহে প্রধান কোচ হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। বিসিবি তখন শ্রীরামকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হননি শ্রীরাম।

শনিবার জালাল ইউনুস জানালেন, শ্রীরাম সহকারী কোচ হতে সম্মত হননি। তাছাড়া আসন্ন ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম। 

সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, 'শ্রীরামকে পাওয়ার সুযোগ কম। কারণ, সে অ্যাভেইলেবল নয়। মূলত সে বিসিবির টার্মে (শর্তে) আগ্রহী নয়। সহকারী কোচ ব্যাটিং-নির্ভরই হবে। তবে ইংল্যান্ড সিরিজের আগে সহকারী কোচ পাওয়ার সম্ভাবনা কম।'

পাঁচ বছর পর দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের তিন ফরম্যাটের প্রধান কোচ হিসেবে আসছেন চন্দিকা হাথুরাসিংহে। তার আগের মেয়াদে বাংলাদেশ অভূতপূর্ব কিছু সাফল্য পেয়েছিল।

বিডি-প্রতিদিন/বাজিত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর