১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:০১

চ্যাম্পিয়ন্স লিগ: ডর্টমুন্ডের মাঠে চেলসির হার

অনলাইন ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ: ডর্টমুন্ডের মাঠে চেলসির হার

নতুন চেহারার একাদশ নিয়ে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে নেমেছিল চেলসি। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি এই বছর মাত্র একটি জয় পাওয়া ব্লুরা। সিগনাল ইদুনা পার্কে প্রথম লেগ হেরেছে ১-০ গোলে।

গোলশূন্য খেলা চলে প্রথম ৪৫ মিনিট। লক্ষ্যে প্রথম শট নিতে দুই দলকেই দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়। রিচি জেমসের শক্তিশালী ফ্রি কিক পাঞ্চ করে ফেরান কোবেল। চেলসি কিপার কেপা আরিজাবালাগা থামান জুলিয়ান ব্র্যান্ডটের নিচু ড্রাইভ। ব্লুরা পরাস্ত হয় কোবেলের সেভে। সুযোগ নষ্টের পর পিছিয়ে পড়ে তারা।

৬৩ মিনিটে চেলসির ক্লিয়ারেন্স থেকে মাঝমাঠে বল পান করিম আদেয়েমি। তার মার্কার ফার্নান্দেজকে পেছনে ফেলে কেপাকে বোকা বানিয়ে গোল করেন। তার একমাত্র গোলই গড়ে দেয় ম্যাচের পার্থক্য।

আগামী ৭ মার্চ চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকার শেষ সুযোগ চেলসির সামনে। ওইদিন স্ট্যামফোর্ড ব্রিজে জার্মানদের স্বাগত জানাবে তারা।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর