১৬ ফেব্রুয়ারি, ২০২৩ ২০:৩৮

রাউলকে ছাড়িয়ে বেনজেমার সামনে এখন শুধু রোনালদো

অনলাইন ডেস্ক

রাউলকে ছাড়িয়ে বেনজেমার সামনে এখন শুধু রোনালদো

ফাইল ছবি

ক্রিস্তিয়ানো রোনালদো আপাতত ধরাছোঁয়ার বাইরে। তবে রাউল গনসালেস ছিলেন নাগালেই। প্রত্যাশামতোই তাকে পেরিয়ে গেলেন করিম বেনজেমা। তার প্রতি কোচের প্রত্যাশার অবশ্য এখনও কমতি নেই। বেনজেমাকে এভাবেই ছুটতে দেখতে চান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি।

লা লিগায় বুধবার (১৫ ফেব্রুয়ারি) এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-০ গোলের জয়ে জোড়া গোল করেন বেনজেমা। এই পরিক্রমায় তিনি পা রাখেন নতুন উচ্চতায়। রাউলের ২২৮ গোল ছাড়িয়ে লিগে রিয়ালের দ্বিতীয় সর্বোচ্চ গোলস্কোরার এখন তিনি।

৫৫০ ম্যাচে যে গোল করেছিলেন রিয়ালের কিংবদন্তি রাউল, বেনজেমা তা ছাড়িয়ে গেলেন ৪২৮ ম্যাচে। লা লিগায় রিয়ালের হয়ে ২৯২ ম্যাচে ৩১১ গোল করে অবশ্য অনন্য উচ্চতায় রোনালদো। তবে বেনজেমা যে শুধুই গোলস্কোরার নন, আগে অনেকবারই তা বলেছেন আনচেলত্তি। এলচের বিপক্ষে জয় ও এই মাইলফলকের পর তা আরও একবার মনে করিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের কোচ।

তিনি বলেন, সে শুধু একজন স্ট্রাইকার নয়। সতীর্থদের সঙ্গে খুব ভালো সমন্বয় তার, বক্সের ভেতরে সে সবসময় প্রস্তুত থাকে এবং বল পায়ে রাখতে গোটা দলকে অনেক সহায়তা করে। অসাধারণ এক ক্যারিয়ার কাটাচ্ছে করিম। আশা করি, সে মাদ্রিদে এভাবেই চালিয়ে যাবে। সমর্থকেরাও তাকে এই রূপেই দেখতে চাইছে।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর