২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:৪০

রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে বার্সা শিবিরে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক

রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে বার্সা শিবিরে দুঃসংবাদ

কয়েকদিন পরেই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। তার আগেই ইনজুরির কারণে ছিটকে গেছেন দলটির নিয়মিত স্ট্রাইকার রবের্ত লেভানডোভস্কি। আলমেরিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে হারের ম্যাচটিতে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে কাতালানরা।

কবে ফিরতে পারবেন লেভানডোভস্কি, এ সম্পর্কে বিবৃতিতে জানানো হয়নি কিছুই। তবে স্প্যানিশ গণমাধ্যম বলছে, দুই সপ্তাহ পর্যন্ত লাগতে পারে সেরে উঠতে। এটি যদি সত্যি হয় তাহলে পোলিশ এই তারকা ছাড়াই কোপা দেল রে’র সেমিফাইনালে রিয়ালের মোকাবেলা করতে হবে বার্সাকে। এছাড়া লিগে পরবর্তী দুই ম্যাচে ভালেন্সিয়া ও আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচও মিস করবেন তিনি।

উল্লেখ্য, ছুটতে থাকা বার্সেলোনার হঠাৎ করেই শুরু হয়েছে ছন্দপতন। ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরে ইউরোপা কাপ থেকে বিদায় নেওয়ার পর লা লিগায় হারে রেলিগেশন জোনে থাকা আলমেরিয়ার বিপক্ষে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর