৮ মার্চ, ২০২৩ ২১:০৩

অস্ত্রোপচার সফল, কবে মাঠে ফিরছেন বুমরাহ?

অনলাইন ডেস্ক

অস্ত্রোপচার সফল, কবে মাঠে ফিরছেন বুমরাহ?

জাসপ্রিত বুমরাহ

পিঠের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে শল্যবিদের ছুরি-কাচির নিচে যেতে হয়েছে জাসপ্রিত বুমরাহকে। ক্রাইস্টচার্চের একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার হয়েছে তার। এখন অনেকটা ভালো অনুভব করছেন অভিজ্ঞ ভারতীয় পেসার।

বুমরাহর সেরে ওঠার সম্ভাব্য সময় নিয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজের খবর, সেরে উঠতে ২৪ সপ্তাহের মতো সময় লাগতে পারে ডানহাতি এই পেসারের। আশা করা হচ্ছে, আগামী অগাস্টে নেটে ফিরতে পারবেন তিনি।

লম্বা সময় ধরে পিঠের এই চোটে ভুগছেন বুমরাহ। যে কারণে গত বছরের সেপ্টেম্বরের পর আর মাঠেই নামতে পারেননি তিনি। তার মাঠে ফেরার অপেক্ষা দীর্ঘ হচ্ছে আরও।

আগামী এপ্রিল-মে মাসে হবে আইপিএলের ষোড়শ আসর। ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে বুমরাহর না খেলা এখন নিশ্চিত। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার দারুণ সম্ভাবনা রয়েছে ভারতের। জুনে অনুষ্ঠেয় শিরোপা নির্ধারণী ম্যাচটিতেও এই পেসারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

এরপর সেপ্টেম্বরের এশিয়া কাপেও বুমরাহর খেলার সম্ভাবনা একদমই ক্ষীণ। তবে আশা করা হচ্ছে, ঘরের মাঠের ওয়ানডে বিশ্বকাপের জন্য প্রস্তুত থাকবেন ২৯ বছর বয়সী। প্রসঙ্গত, আগামী অক্টোবর-নভেম্বরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর