১৩ মার্চ, ২০২৩ ১২:৪৮

কোথায় ভুল করেছে ইংল্যান্ড? জানালেন মিরাজ

অনলাইন ডেস্ক

কোথায় ভুল করেছে ইংল্যান্ড? জানালেন মিরাজ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সফরকারীদের দেয়া ১১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ৭ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। এর ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল টাইগাররা। পাশাপাশি যে কোনো ফরম্যাটে প্রথমবারের মতো ইংলিশদের সিরিজ হারের স্বাদ দিয়ে ইতিহাস গড়লেন লাল সবুজের দল। 

প্রেস কনফারেন্স কক্ষে হাসতে হাসতে প্রবেশ করেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০তে তিনি একাদশেই ছিলেন না, অথচ দ্বিতীয় ম্যাচেই জয়ের নায়ক। বল হাতে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। ব্যাট হাতে দলের গুরুত্বপূর্ণ সময়ে ১৬ বলে ২০ রান। মিরাজের অলরাউন্ড পারফরম্যান্সের দিনে ব্যাট হাতে দাপট দেখিয়েছেন নাজমুল হাসান শান্ত। ৪৭ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে বাইশগজ ছাড়েন।

ম্যাচ শেষে এই অলরাউন্ডার বলেন, ‘ম্যাচ জিতলে সবারই ভালো লাগে। আমারও ভালো লাগছে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে সিরিজ জিতেছি। ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা আগে কখনো সিরিজ জিতিনি। এবারই প্রথম জেতায় বেশি আনন্দ লাগছে। বিশ্ব চ্যাম্পিয়নকে সিরিজে হারানোটা অনেক বড় পাওয়া আমাদের জন্য।’

মিরাজ আরও বলেন, ‘ওরা কিন্তু শুরুটা খুবই ভালো করেছে। ওদের প্রথম ৬ ওভারে ৫০ রান ছিল। এরপর সাকিব ভাই একটা ব্রেক থ্রু এনে দিলেন, হাসান মাহমুদও উইকেট নিল তারপর। আমার ওভারেও ব্যাক টু ব্যাক উইকেট এলো, এই জিনিসটা ওদের মোরালি অনেক ডাউন করেছে। একটা টি-টোয়েন্টি ম্যাচে এক ওভার-দুই ওভার পরপর উইকেট গেলে একটা দলের জন্য অনেক কঠিন হয়ে যায়। কারণ তারা জুটি গড়তে পারে না। ওরা সেখানেই ভুলটা করেছে। ওরা যদি ভুল না করত, উইকেট না পড়ত, তাহলে দেখা যেত ১৬০+ রান হতো।’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর